প্রিয় পাঠক, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনে এই লিংকে পাবেন। তাই এই লিংকটি সেভ/ বুকমার্ক করে রাখতে পারেন। নিয়মিত পেইজটি আপডেট করা হবে।
৭ জানুয়ারি। জাতীয়
—দেশের প্রাণিসম্পদ, অণুজীব ও কীটপতঙ্গের শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণে জিন ব্যাংক গঠনের সিদ্ধান্ত সরকারের।
—দেশের রিজার্ভ বেড়ে তিন হাজার ২০০ কোটি ডলার।
আন্তর্জাতিক
—প্রাথমিক স্কুলগুলোতে ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করল ইরান।
—পশুখাদ্য ক্রয় প্রকল্পে দুর্নীতির মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের সাড়ে তিন বছরের কারাদণ্ড।
—প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা মালয়েশিয়ার ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের।
৮ জানুয়ারি। জাতীয়
—৬৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এলো ২.৬ ডিগ্রি সেলসিয়াসে।
আন্তর্জাতিক
—রেকর্ড ৪৭.৩ ডিগ্রি তাপমাত্রা অস্ট্রেলিয়ার সিডনিতে, যা ১৯৩৯ সালের পর সর্বোচ্চ।
—বিশেষ সুরক্ষা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্র ছাড়তে শুরু করেছে এল সালভাদরের প্রায় দুই লাখ অভিবাসী।
৯ জানুয়ারি। জাতীয়
—পাসপোর্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৯৬তম। দেশের পাসপোর্টধারীরা ৩৮টি দেশে বিশেষ সুবিধা পায়। পাসপোর্ট সূচকে প্রথম অবস্থানে জার্মানি।
—বাংলাদেশ, ভারত, নেপালের মধ্যে গাড়ি চলাচলে বিবিআইএন চুক্তি সই। পরিবেশ নষ্টের আশঙ্কায় এই চুক্তিতে আগ্রহী নয় ভুটান।
১০ জানুয়ারি। জাতীয়
—চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন।
আন্তর্জাতিক
—সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সংগীত বাধ্যতামূলক নয়, জানালেন ভারতের সুপ্রিম কোর্ট।
—চলতি বছরের শীতকালীন অলিম্পিকে দল পাঠাবে উত্তর কোরিয়া, ‘যুদ্ধবিরতি গ্রাম’খ্যাত পানজামুনে দুই কোরিয়ার উচ্চপর্যায়ের বৈঠকে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতি।
—চালে ভর্তুকি দিয়ে রাষ্ট্রের শত কোটি ডলার ক্ষতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা লন্ডনে আছেন বলে খবরে প্রকাশ।
—যুক্তরাষ্ট্রের বসবাসরত প্রায় আট লাখ অবৈধ তরুণ অভিবাসীকে দেশ থেকে বিতাড়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা আটকে দিল মার্কিন আদালত। এই তরুণদের বৈধতা দিতে আগের প্রেসিডেন্ট বারাক ওবামা একটি আইন পাস করেন। ড্রিমার্স নামে পরিচিত এই আইনটি বাতিলের চেষ্টাই আটকে দিলেন আদালত।
১১ জানুয়ারি। জাতীয়
—প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জিতল আবাহনী ক্রীড়া চক্র। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ০-০ গোলে ড্র করলেও আগের ম্যাচে শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।
—ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে জগত্তারিণী পদকে ভূষিত করল কলকাতা বিশ্ববিদ্যালয়।
আন্তর্জাতিক
—সৌদি আরবে ট্যাক্সি চালক হিসেবে নারীদের নিয়োগ প্রক্রিয়া শুরু। নিয়োগ দিচ্ছে উবার ও কারিমের মতো মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা কম্পানি।
—কম্পিউটারনির্ভর কাজে নারীকর্মীদের তিন-চতুর্থাংশ কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন।
১২ জানুয়ারি। জাতীয়
—এ বছরের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এক ভাষণে নির্বাচনকালীন সরকার গঠনের কথাও জানান তিনি।
—রাজধানীর নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান, জেএমবির তিন সদস্য নিহত।
১৩ জানুয়ারি। জাতীয়
—সড়কে এক বছরে প্রাণহানি বেড়েছে ২২ শতাংশ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য।
—দেশে এক কোটি ৮০ লাখ মানুষ কিডনি সমস্যায় ভুগছে, প্রতিবছর এদের মধ্যে ৩৫ থেকে ৪০ হাজার মানুষের কিডনি বিকল হয়। কিডনি ফাউন্ডেশনের তথ্য।
আন্তর্জাতিক
—ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হচ্ছেন শাহরুখ খান, কেট ব্লানচেট ও এলটন জন।
—গত বছর বিশ্বজুড়ে বিমানযাত্রী বেড়েছে আট শতাংশ, তথ্য আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ)।
১৪ জানুয়ারি। জাতীয়
—দেশে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা (ফোর জি) আগামী মার্চেই চালু করা সম্ভব হবে, আশাবাদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।
১৫ জানুয়ারি। জাতীয়
—উবার ও পাঠাওয়ের মতো স্মার্টফোন অ্যাপলিকেশন (অ্যাপ)-নির্ভর পরিবহন সেবার বৈধতা দিল সরকার, ‘রাইডিং শেয়ারিং সার্ভিস নীতিমালার’ খসড়া অনুমোদন মন্ত্রিসভার।
—ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ। জিম্বাবুয়ে ৪৯ ওভারে করে ১৭০ রান, বাংলাদেশ ২৮.৩ ওভারে ২ উইকেটে ১৭১।
আন্তর্জাতিক
—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের ১০ বছর পর এর দায় স্বীকার করল জঙ্গিগোষ্ঠী তালেবান।
—খরচ কমাতে ট্যাবলয়েড আকারে ছাপা হচ্ছে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান।
১৬ জানুয়ারি। জাতীয়
—বাংলাদেশ থেকে প্রতিদিন ৩০০ জন করে সপ্তাহে পাঁচদিন রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। অর্থাত্ যাচাই-বাছাই শেষে প্রতি সপ্তাহে মিয়ানমারে ফেরত নেওয়া হবে দেড় হাজার রোহিঙ্গা। দেশটির রাজধানী নেপিডোতে পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রত্যাবাসন-বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে এ বিষয়ে ঐকমত্য।
আন্তর্জাতিক
—ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা জাতিসংঘের ইউএন রিফিল অ্যান্ড ওয়ার্কস এজেন্সির সাড়ে ছয় কোটি ডলার অনুদান আটকে দেওয়ার কথা জানাল মার্কিন কর্মকর্তারা।
১৭ জানুয়ারি। জাতীয়
—ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট।
—মুক্তিযোদ্ধাদের বয়সসীমা কমল ছয় মাস, এখন থেকে গেজেটভুক্ত সাড়ে ১২ বছর বয়সীরাও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন।
আন্তর্জাতিক
—হাইতির নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন।
—ফিলিস্তিনকে দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার অনুদান দেবে বেলজিয়াম। আগামী তিন বছরে এ অর্থ দিতে হবে।
—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটারে ‘ফেইক নিউজ অ্যাওয়ার্ড’ বিজেতাদের নাম ঘোষণা—শীর্ষে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। তালিকায় দ্বিতীয় স্থানে এবিসি নিউজ, তৃতীয় স্থানে সিএনএন এবং এরপর আছে যথাক্রমে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’, ‘টাইম ম্যাগাজিন’ ও ‘নিউজউইক’ এর নাম।
—আগামী মাসে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এক পতাকার নিচে পদযাত্রার কথা জানাল উত্তর ও দক্ষিণ কোরিয়া। দুই দেশের খেলোয়াড় নিয়ে গঠন করা হবে একটি যৌথ নারী হকি দলও।
১৮ জানুয়ারি। জাতীয়
—জ্বালানির চাহিদা মেটাতে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া শিবিরগুলোতে থাকা রোহিঙ্গারা বন উজাড় করে প্রতিদিন প্রায় ৮০০ টন কাঠ পোড়াচ্ছে, জানাল জাতিসংঘের কৃষি ও খাদ্য বিষয়ক সংস্থা।
—পণ্যমূল্য নজরদারিতে মাঠে নামার সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।
—বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭১ শতাংশ। এর মধ্যে নারী সাক্ষরতার হার ৬৮.৯ এবং পুরুষ সাক্ষরতার হার ৭৩ শতাংশ। জেলাওয়ারি ঢাকার সাক্ষরতার হার সবচেয়ে বেশি। সংসদে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আন্তর্জাতিক
—সফলভাবে দূরপাল্লার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র উেক্ষপণ ভারতের। ক্ষেপণাস্ত্রটি ৫৫০০ থেকে ৫৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
—ফিলিস্তিনের জন্য খাদ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র।
১৯ জানুয়ারি। জাতীয়
—দেশে আসা এ পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ২০ হাজার ৮০০ জন। বায়োম্যাট্রিক পদ্ধতিতে এ নিবন্ধনের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও আনসার। গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে এ কাজ চলছে।
—ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকাকে ১৬৩ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।
—ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ উচ্চ আদালতের।
আন্তর্জাতিক
—সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
—দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির।
—ব্রিটিশ মন্ত্রিসভার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নারী মন্ত্রী হলেন নুস ঘানি।
—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আসন থেকে প্রার্থিতার ঘোষণা তাঁর মেয়ে কুলসুম নওয়াজের।
২০ জানুয়ারি। আন্তর্জাতিক
—সিরিয়ায় উত্তরাঞ্চলীয় আফরির ছিটমহলে কুর্দিদের ওপর অন্তত ১৫৩টি লক্ষবস্তুতে হামলা তুরস্কের।
—প্রেসিডেন্ট হিসেবে এক বছরে মোট ২ হাজার ৬০৮টি টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। গড়ে দিনে তার টুইট সংখ্যা দাঁড়ায় সাতটি।
২১ জানুয়ারি। জাতীয়
—রান্নার কাজে বিদ্যুত্ ব্যবহার করে ১২ দশমিক ১ শতাংশ মানুষ। পল্লী অঞ্চলে এ হার ৭ শতাংশ হলেও পৌর এলাকায় ২০ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় ২৭ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুত্ গবেষণা কাউন্সিলের (ইপিআরসি) সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনমত জরিপ ২০১৬-১৭-এর তথ্য।
২২ জানুয়ারি। জাতীয়
—খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩, নতুন ভোটার ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩।
—অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৪তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তালিকায় গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৩৬তম।
আন্তর্জাতিক
—বিশ্বের ৮২ শতাংশ সম্পদের মালিকানা মাত্র এক শতাংশ ধনীর হাতে। অসমতা নিয়ে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রকাশ।
২৩ জানুয়ারি। জাতীয়
—ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৯১ রানে হারাল বাংলাদেশ।
আন্তর্জাতিক
—চিলির কবি নিকানোর পাররার মৃত্যু। ‘প্রতিকবিতা’র জন্য তিনি বিশ্বজুড়ে আলোচিত।
—২০১৭ সালে সাইবার হামলায় প্রায় ১৭ হাজার ২০০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নরটনের প্রতিবেদন।
২৪ জানুয়ারি। জাতীয়
—মিরসরাইয়ে এক হাজার ১৫০ একরের বেপজা ইকোনমিক জোন উদ্বোধন।
—মুক্তিযোদ্ধারা আগামী বছর থেকে পাঁচটি করে বোনাস পাবেন, জানালেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মুক্তিযোদ্ধাদের ভাতা তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
—এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুর দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান ১০তম, শীর্ষে ভারত। জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের প্রতিবেদন।
—সরকারের অনুমতি ছাড়া জাহাজ ভাঙার ইয়ার্ড স্থাপন করলে দুই বছরের জেল ও সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে ‘বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ বিল ২০১৮’ পাস।
আন্তর্জাতিক
—আফগানিস্তানের নানগরহর প্রদেশের জালালাবাদ শহরে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় দুজন নিহত ও ১৪ জন আহত। আফগানিস্তানে সব কার্যক্রম বন্ধের ঘোষণা সংস্থাটির।
—রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের নেত্রী অং সান সু চির গঠিত আন্তর্জাতিক পরামর্শক প্যানেলকে ‘লোক দেখানো’ আখ্যা দিয়ে পদত্যাগ মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসনের।
—পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের পাঁচ বছরের কারাদণ্ড।
২৫ জানুয়ারি। জাতীয়
—খুলনার রাষ্ট্রায়ত্ত ছয়টি পাটকল—প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার, আলীম, ইস্টার্ন ও জেজেআই জুট মিলের উত্পাদন শুরু।
—পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।
—কথাসাহিত্যিক শওকত আলীর মৃত্যু।
—‘এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেক্স ২০১৮’-তে বাংলাদেশের অবস্থান ১৭৯তম। ১৮০টি দেশ নিয়ে এ তালিকা, শীর্ষে সুইজারল্যান্ড।
আন্তর্জাতিক
—যুক্তরাষ্ট্রে বাজেট বরাদ্দ নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান। কাজে ফিরেছে সাড়ে আট লাখ কর্মী।
২৬ জানুয়ারি। জাতীয়
—১ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষার তিন দিন আগে থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা।
আন্তর্জাতিক
—ভারতীয় বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মৃত্যু।
২৭ জানুয়ারি। জাতীয়
—ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে বাংলাদেশকে ৭৯ রানে হারিয়ে শ্রীলঙ্কার ট্রফি জয়।
—আইপিএলে দুই কোটি রুপিতে সাকিব আল হাসানকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ, দুই কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমান গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে।
আন্তর্জাতিক
—আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপয়েন্টে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত।
—সৌদি আরবের ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল বন্দিদশা থেকে মুক্তি পেলেন। গত বছর দুর্নীতিবিরোধী অভিযানে সৌদির বহু শীর্ষ প্রভাবশালী আটক হন।
২৮ জানুয়ারি। জাতীয়
—পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসল ১৫০ মিটার দীর্ঘ দ্বিতীয় স্প্যান। সেতুতে এ রকম স্প্যান বসবে ৪১টি।
—কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন। এ প্রকল্পের মোট খরচ ৩৬ হাজার কোটি টাকা।
—রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কাওরান বাজার পর্যন্ত সড়কটির নতুন নাম হলো ‘মেয়র আনিসুল হক সড়ক’।
আন্তর্জাতিক
—অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে মারিন সিলিচকে হারিয়ে রজার ফেদেরারের ২০তম গ্র্যান্ড স্লাম জয়।
—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার সমালোচনার মুখে এফবিআইয়ের উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকেকের পদত্যাগ।
২৯ জানুয়ারি। জাতীয়
—সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজ বোর্ড গঠন।
—সংবিধানে সপ্তদশ সংশোধনীর খসড়ায় জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরো ২৫ বছর বাড়ানোর প্রস্তাব, অনুমোদন মন্ত্রিসভার। সংসদে অনুমোদনের পর প্রস্তাবটি কার্যকর হবে।
আন্তর্জাতিক
—শর্ত সাপেক্ষে ১১টি দেশের শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র।
—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে রাশিয়ার ১১৪ জন রাজনীতিক ও ৯৬ জন ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় রাশিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নামও আছে।
৩০ জানুয়ারি। জাতীয়
—জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে গত বছর সৌদি আরব গেছে পাঁচ লাখ ৫১ হাজার ৩০৮ জন কর্মী। বর্তমানে বিশ্বের ১৬৫টি দেশে বাংলাদেশি কর্মী রয়েছে এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৪৩ জন।
আন্তর্জাতিক
—দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের শেষ দিক থেকে রিয়াদের রিটজ কার্লটন হোটেলে আটকে রাখা ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের ছেড়ে দিল সৌদি কর্তৃপক্ষ।
৩১ জানুয়ারি। জাতীয়
—১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১। এবার ভোটারতালিকায় যুক্ত হয়েছেন ৪৬ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন নতুন ভোটার। ভোটারের মধ্যে পাঁচ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন পুরুষ ও পাঁচ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন নারী। অর্থাৎ পুরুষ ও নারীর অনুপাত ৫০.৪২ ও ৪৯.৫৮।
—রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পুনরায় মনোনয়ন দিল আওয়ামী লীগ।
আন্তর্জাতিক
—বিবিসির সমীক্ষায় প্রকাশ, আফগানিস্তানের ৭০ শতাংশ জায়গাই তালেবানের দখলে।
—প্রায় ১৫২ বছর পর পৃথিবীর মানুষ দেখল ‘সুপার ব্লু ব্লাড মুন’ বা বিশাল নীল রক্তাভ চাঁদ। সর্বশেষ এটি দেখা গিয়েছিল ১৮৬৬ সালের ৩১ মার্চ।
—দেশের প্রাণিসম্পদ, অণুজীব ও কীটপতঙ্গের শুক্রাণু ও ডিম্বাণু সংরক্ষণে জিন ব্যাংক গঠনের সিদ্ধান্ত সরকারের।
—দেশের রিজার্ভ বেড়ে তিন হাজার ২০০ কোটি ডলার।
আন্তর্জাতিক
—প্রাথমিক স্কুলগুলোতে ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করল ইরান।
—পশুখাদ্য ক্রয় প্রকল্পে দুর্নীতির মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের সাড়ে তিন বছরের কারাদণ্ড।
—প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা মালয়েশিয়ার ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের।
৮ জানুয়ারি। জাতীয়
—৬৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এলো ২.৬ ডিগ্রি সেলসিয়াসে।
আন্তর্জাতিক
—রেকর্ড ৪৭.৩ ডিগ্রি তাপমাত্রা অস্ট্রেলিয়ার সিডনিতে, যা ১৯৩৯ সালের পর সর্বোচ্চ।
—বিশেষ সুরক্ষা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্র ছাড়তে শুরু করেছে এল সালভাদরের প্রায় দুই লাখ অভিবাসী।
৯ জানুয়ারি। জাতীয়
—পাসপোর্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৯৬তম। দেশের পাসপোর্টধারীরা ৩৮টি দেশে বিশেষ সুবিধা পায়। পাসপোর্ট সূচকে প্রথম অবস্থানে জার্মানি।
—বাংলাদেশ, ভারত, নেপালের মধ্যে গাড়ি চলাচলে বিবিআইএন চুক্তি সই। পরিবেশ নষ্টের আশঙ্কায় এই চুক্তিতে আগ্রহী নয় ভুটান।
১০ জানুয়ারি। জাতীয়
—চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন।
আন্তর্জাতিক
—সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের আগে জাতীয় সংগীত বাধ্যতামূলক নয়, জানালেন ভারতের সুপ্রিম কোর্ট।
—চলতি বছরের শীতকালীন অলিম্পিকে দল পাঠাবে উত্তর কোরিয়া, ‘যুদ্ধবিরতি গ্রাম’খ্যাত পানজামুনে দুই কোরিয়ার উচ্চপর্যায়ের বৈঠকে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতি।
—চালে ভর্তুকি দিয়ে রাষ্ট্রের শত কোটি ডলার ক্ষতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা লন্ডনে আছেন বলে খবরে প্রকাশ।
—যুক্তরাষ্ট্রের বসবাসরত প্রায় আট লাখ অবৈধ তরুণ অভিবাসীকে দেশ থেকে বিতাড়নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা আটকে দিল মার্কিন আদালত। এই তরুণদের বৈধতা দিতে আগের প্রেসিডেন্ট বারাক ওবামা একটি আইন পাস করেন। ড্রিমার্স নামে পরিচিত এই আইনটি বাতিলের চেষ্টাই আটকে দিলেন আদালত।
১১ জানুয়ারি। জাতীয়
—প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জিতল আবাহনী ক্রীড়া চক্র। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ০-০ গোলে ড্র করলেও আগের ম্যাচে শেখ জামালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।
—ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে জগত্তারিণী পদকে ভূষিত করল কলকাতা বিশ্ববিদ্যালয়।
আন্তর্জাতিক
—সৌদি আরবে ট্যাক্সি চালক হিসেবে নারীদের নিয়োগ প্রক্রিয়া শুরু। নিয়োগ দিচ্ছে উবার ও কারিমের মতো মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা কম্পানি।
—কম্পিউটারনির্ভর কাজে নারীকর্মীদের তিন-চতুর্থাংশ কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন।
১২ জানুয়ারি। জাতীয়
—এ বছরের শেষদিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এক ভাষণে নির্বাচনকালীন সরকার গঠনের কথাও জানান তিনি।
—রাজধানীর নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান, জেএমবির তিন সদস্য নিহত।
১৩ জানুয়ারি। জাতীয়
—সড়কে এক বছরে প্রাণহানি বেড়েছে ২২ শতাংশ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য।
—দেশে এক কোটি ৮০ লাখ মানুষ কিডনি সমস্যায় ভুগছে, প্রতিবছর এদের মধ্যে ৩৫ থেকে ৪০ হাজার মানুষের কিডনি বিকল হয়। কিডনি ফাউন্ডেশনের তথ্য।
আন্তর্জাতিক
—ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হচ্ছেন শাহরুখ খান, কেট ব্লানচেট ও এলটন জন।
—গত বছর বিশ্বজুড়ে বিমানযাত্রী বেড়েছে আট শতাংশ, তথ্য আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ)।
১৪ জানুয়ারি। জাতীয়
—দেশে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ সেবা (ফোর জি) আগামী মার্চেই চালু করা সম্ভব হবে, আশাবাদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।
১৫ জানুয়ারি। জাতীয়
—উবার ও পাঠাওয়ের মতো স্মার্টফোন অ্যাপলিকেশন (অ্যাপ)-নির্ভর পরিবহন সেবার বৈধতা দিল সরকার, ‘রাইডিং শেয়ারিং সার্ভিস নীতিমালার’ খসড়া অনুমোদন মন্ত্রিসভার।
—ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ। জিম্বাবুয়ে ৪৯ ওভারে করে ১৭০ রান, বাংলাদেশ ২৮.৩ ওভারে ২ উইকেটে ১৭১।
আন্তর্জাতিক
—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের ১০ বছর পর এর দায় স্বীকার করল জঙ্গিগোষ্ঠী তালেবান।
—খরচ কমাতে ট্যাবলয়েড আকারে ছাপা হচ্ছে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান।
১৬ জানুয়ারি। জাতীয়
—বাংলাদেশ থেকে প্রতিদিন ৩০০ জন করে সপ্তাহে পাঁচদিন রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। অর্থাত্ যাচাই-বাছাই শেষে প্রতি সপ্তাহে মিয়ানমারে ফেরত নেওয়া হবে দেড় হাজার রোহিঙ্গা। দেশটির রাজধানী নেপিডোতে পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রত্যাবাসন-বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে এ বিষয়ে ঐকমত্য।
আন্তর্জাতিক
—ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা জাতিসংঘের ইউএন রিফিল অ্যান্ড ওয়ার্কস এজেন্সির সাড়ে ছয় কোটি ডলার অনুদান আটকে দেওয়ার কথা জানাল মার্কিন কর্মকর্তারা।
১৭ জানুয়ারি। জাতীয়
—ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট।
—মুক্তিযোদ্ধাদের বয়সসীমা কমল ছয় মাস, এখন থেকে গেজেটভুক্ত সাড়ে ১২ বছর বয়সীরাও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন।
আন্তর্জাতিক
—হাইতির নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন।
—ফিলিস্তিনকে দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার অনুদান দেবে বেলজিয়াম। আগামী তিন বছরে এ অর্থ দিতে হবে।
—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটারে ‘ফেইক নিউজ অ্যাওয়ার্ড’ বিজেতাদের নাম ঘোষণা—শীর্ষে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। তালিকায় দ্বিতীয় স্থানে এবিসি নিউজ, তৃতীয় স্থানে সিএনএন এবং এরপর আছে যথাক্রমে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’, ‘টাইম ম্যাগাজিন’ ও ‘নিউজউইক’ এর নাম।
—আগামী মাসে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে এক পতাকার নিচে পদযাত্রার কথা জানাল উত্তর ও দক্ষিণ কোরিয়া। দুই দেশের খেলোয়াড় নিয়ে গঠন করা হবে একটি যৌথ নারী হকি দলও।
১৮ জানুয়ারি। জাতীয়
—জ্বালানির চাহিদা মেটাতে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া শিবিরগুলোতে থাকা রোহিঙ্গারা বন উজাড় করে প্রতিদিন প্রায় ৮০০ টন কাঠ পোড়াচ্ছে, জানাল জাতিসংঘের কৃষি ও খাদ্য বিষয়ক সংস্থা।
—পণ্যমূল্য নজরদারিতে মাঠে নামার সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।
—বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭১ শতাংশ। এর মধ্যে নারী সাক্ষরতার হার ৬৮.৯ এবং পুরুষ সাক্ষরতার হার ৭৩ শতাংশ। জেলাওয়ারি ঢাকার সাক্ষরতার হার সবচেয়ে বেশি। সংসদে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আন্তর্জাতিক
—সফলভাবে দূরপাল্লার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র উেক্ষপণ ভারতের। ক্ষেপণাস্ত্রটি ৫৫০০ থেকে ৫৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।
—ফিলিস্তিনের জন্য খাদ্য সরবরাহ বন্ধ করল যুক্তরাষ্ট্র।
১৯ জানুয়ারি। জাতীয়
—দেশে আসা এ পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ২০ হাজার ৮০০ জন। বায়োম্যাট্রিক পদ্ধতিতে এ নিবন্ধনের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও আনসার। গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে এ কাজ চলছে।
—ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকাকে ১৬৩ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।
—ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে নির্দেশ উচ্চ আদালতের।
আন্তর্জাতিক
—সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।
—দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির।
—ব্রিটিশ মন্ত্রিসভার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নারী মন্ত্রী হলেন নুস ঘানি।
—পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আসন থেকে প্রার্থিতার ঘোষণা তাঁর মেয়ে কুলসুম নওয়াজের।
২০ জানুয়ারি। আন্তর্জাতিক
—সিরিয়ায় উত্তরাঞ্চলীয় আফরির ছিটমহলে কুর্দিদের ওপর অন্তত ১৫৩টি লক্ষবস্তুতে হামলা তুরস্কের।
—প্রেসিডেন্ট হিসেবে এক বছরে মোট ২ হাজার ৬০৮টি টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্প। গড়ে দিনে তার টুইট সংখ্যা দাঁড়ায় সাতটি।
২১ জানুয়ারি। জাতীয়
—রান্নার কাজে বিদ্যুত্ ব্যবহার করে ১২ দশমিক ১ শতাংশ মানুষ। পল্লী অঞ্চলে এ হার ৭ শতাংশ হলেও পৌর এলাকায় ২০ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় ২৭ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুত্ গবেষণা কাউন্সিলের (ইপিআরসি) সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনমত জরিপ ২০১৬-১৭-এর তথ্য।
২২ জানুয়ারি। জাতীয়
—খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন ভোটার সংখ্যা ১০ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৮৮৩, নতুন ভোটার ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩।
—অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৪তম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তালিকায় গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৩৬তম।
আন্তর্জাতিক
—বিশ্বের ৮২ শতাংশ সম্পদের মালিকানা মাত্র এক শতাংশ ধনীর হাতে। অসমতা নিয়ে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রকাশ।
২৩ জানুয়ারি। জাতীয়
—ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৯১ রানে হারাল বাংলাদেশ।
আন্তর্জাতিক
—চিলির কবি নিকানোর পাররার মৃত্যু। ‘প্রতিকবিতা’র জন্য তিনি বিশ্বজুড়ে আলোচিত।
—২০১৭ সালে সাইবার হামলায় প্রায় ১৭ হাজার ২০০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নরটনের প্রতিবেদন।
২৪ জানুয়ারি। জাতীয়
—মিরসরাইয়ে এক হাজার ১৫০ একরের বেপজা ইকোনমিক জোন উদ্বোধন।
—মুক্তিযোদ্ধারা আগামী বছর থেকে পাঁচটি করে বোনাস পাবেন, জানালেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মুক্তিযোদ্ধাদের ভাতা তিন হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।
—এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুর দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান ১০তম, শীর্ষে ভারত। জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের প্রতিবেদন।
—সরকারের অনুমতি ছাড়া জাহাজ ভাঙার ইয়ার্ড স্থাপন করলে দুই বছরের জেল ও সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানার বিধান রেখে জাতীয় সংসদে ‘বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ বিল ২০১৮’ পাস।
আন্তর্জাতিক
—আফগানিস্তানের নানগরহর প্রদেশের জালালাবাদ শহরে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় দুজন নিহত ও ১৪ জন আহত। আফগানিস্তানে সব কার্যক্রম বন্ধের ঘোষণা সংস্থাটির।
—রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের নেত্রী অং সান সু চির গঠিত আন্তর্জাতিক পরামর্শক প্যানেলকে ‘লোক দেখানো’ আখ্যা দিয়ে পদত্যাগ মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসনের।
—পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদবের পাঁচ বছরের কারাদণ্ড।
২৫ জানুয়ারি। জাতীয়
—খুলনার রাষ্ট্রায়ত্ত ছয়টি পাটকল—প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার, আলীম, ইস্টার্ন ও জেজেআই জুট মিলের উত্পাদন শুরু।
—পুলিশের নতুন মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।
—কথাসাহিত্যিক শওকত আলীর মৃত্যু।
—‘এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেক্স ২০১৮’-তে বাংলাদেশের অবস্থান ১৭৯তম। ১৮০টি দেশ নিয়ে এ তালিকা, শীর্ষে সুইজারল্যান্ড।
আন্তর্জাতিক
—যুক্তরাষ্ট্রে বাজেট বরাদ্দ নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান। কাজে ফিরেছে সাড়ে আট লাখ কর্মী।
২৬ জানুয়ারি। জাতীয়
—১ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষার তিন দিন আগে থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা।
আন্তর্জাতিক
—ভারতীয় বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মৃত্যু।
২৭ জানুয়ারি। জাতীয়
—ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে বাংলাদেশকে ৭৯ রানে হারিয়ে শ্রীলঙ্কার ট্রফি জয়।
—আইপিএলে দুই কোটি রুপিতে সাকিব আল হাসানকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ, দুই কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমান গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে।
আন্তর্জাতিক
—আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপয়েন্টে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন নিহত।
—সৌদি আরবের ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল বন্দিদশা থেকে মুক্তি পেলেন। গত বছর দুর্নীতিবিরোধী অভিযানে সৌদির বহু শীর্ষ প্রভাবশালী আটক হন।
২৮ জানুয়ারি। জাতীয়
—পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসল ১৫০ মিটার দীর্ঘ দ্বিতীয় স্প্যান। সেতুতে এ রকম স্প্যান বসবে ৪১টি।
—কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন। এ প্রকল্পের মোট খরচ ৩৬ হাজার কোটি টাকা।
—রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কাওরান বাজার পর্যন্ত সড়কটির নতুন নাম হলো ‘মেয়র আনিসুল হক সড়ক’।
আন্তর্জাতিক
—অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে মারিন সিলিচকে হারিয়ে রজার ফেদেরারের ২০তম গ্র্যান্ড স্লাম জয়।
—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার সমালোচনার মুখে এফবিআইয়ের উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকেকের পদত্যাগ।
২৯ জানুয়ারি। জাতীয়
—সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজ বোর্ড গঠন।
—সংবিধানে সপ্তদশ সংশোধনীর খসড়ায় জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরো ২৫ বছর বাড়ানোর প্রস্তাব, অনুমোদন মন্ত্রিসভার। সংসদে অনুমোদনের পর প্রস্তাবটি কার্যকর হবে।
আন্তর্জাতিক
—শর্ত সাপেক্ষে ১১টি দেশের শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র।
—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে রাশিয়ার ১১৪ জন রাজনীতিক ও ৯৬ জন ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় রাশিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নামও আছে।
৩০ জানুয়ারি। জাতীয়
—জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে গত বছর সৌদি আরব গেছে পাঁচ লাখ ৫১ হাজার ৩০৮ জন কর্মী। বর্তমানে বিশ্বের ১৬৫টি দেশে বাংলাদেশি কর্মী রয়েছে এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৪৩ জন।
আন্তর্জাতিক
—দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের শেষ দিক থেকে রিয়াদের রিটজ কার্লটন হোটেলে আটকে রাখা ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের ছেড়ে দিল সৌদি কর্তৃপক্ষ।
৩১ জানুয়ারি। জাতীয়
—১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১। এবার ভোটারতালিকায় যুক্ত হয়েছেন ৪৬ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন নতুন ভোটার। ভোটারের মধ্যে পাঁচ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন পুরুষ ও পাঁচ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন নারী। অর্থাৎ পুরুষ ও নারীর অনুপাত ৫০.৪২ ও ৪৯.৫৮।
—রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পুনরায় মনোনয়ন দিল আওয়ামী লীগ।
আন্তর্জাতিক
—বিবিসির সমীক্ষায় প্রকাশ, আফগানিস্তানের ৭০ শতাংশ জায়গাই তালেবানের দখলে।
—প্রায় ১৫২ বছর পর পৃথিবীর মানুষ দেখল ‘সুপার ব্লু ব্লাড মুন’ বা বিশাল নীল রক্তাভ চাঁদ। সর্বশেষ এটি দেখা গিয়েছিল ১৮৬৬ সালের ৩১ মার্চ।
সূত্র: কালের কণ্ঠ । চাকরি আছে (প্রতি বুধবার প্রকাশিত সাপ্তাহিক চাকরি বিষয়ক ফিচার পাতা)