ফেসবুকেই নতুন চাকরি খোঁজা যাবে

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক চাকরির নিয়োগের জন্য নতুন ফিচার আনতে যাচ্ছে। বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই ফিচারে নতুন একটি পেজ থাকবে যেখানে চাকরিসংক্রান্ত বিষয়গুলো শেয়ার করা যাবে। এমনকি বেতন, ফুল টাইম নাকি পার্ট টাইম এগুলোও জানানো যাবে। নতুন এই নিয়োগের পেজ এমনভাবে ফরম্যাট করা হয়েছে যাতে করে নিউজ ফিডে চাকরির পোস্টগুলো অন্যান্য কনটেন্ট থেকে আলাদা করে হাইলাইট করা যাবে। সাবমিট করা আবেদনগুলো পেজ মেসেজ আকারে গ্রহণ করে।

জব পোস্টিংগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য থাকবে পেমেন্ট ব্যবস্থা। আর এটি পুরোপুরি লিঙ্কডইনের বিজ্ঞাপন অফারের মতো। যেখানে নিয়োগকারীরা এবং চাকরিপ্রার্থীরা অর্থ দিয়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর লিঙ্কডইনের সবচেয়ে বেশি রাজস্ব আয় হয় চাকরিপ্রার্থী এবং নিয়োগদাতাদের রিজিউমে পোস্টের জন্য দেয়া অর্থ থেকে। বিশ্লেষকদের মতে, ফেসবুকের নতুন এই জব ফিচার লিঙ্কডইনের জন্য হুমকিস্বরূপ। কেননা লিঙ্কডইনের রয়েছে ৪৭৬ মিলিয়ন ব্যবহারকারী। অন্যদিকে ফেসবুকের রয়েছে ১.৭৯ বিলিয়ন ব্যবহারকারী।