বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

২০১৭ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ বিভাগে ১২ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ পুরস্কারপ্রাপ্তরা হলেন 



কবিতায় : মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম, 
কথাসাহিত্যে : মামুন হোসাইন, 
প্রবন্ধে : অধ্যাপক মাহবুবুল হক, 
গবেষণায় : রফিকউল্লাহ খান, 
অনুবাদে : আমিনুল ইসলাম ভূঁইয়া, 
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে : কামরুল ইসলাম ভূঁইয়া ও সুরমা জাহিদ, 




আত্মজীবনী/ স্মৃতিকথা/ ভ্রমণে : শাকুর মজিদ, 
বৈজ্ঞানিক কল্পকাহিনিতে : মোশতাক আহমেদ,


নাটকে : মলয় ভৌমিক এবং 
শিশুসাহিত্যে : ঝর্ণাদাশ পুরকায়স্থ।

বিজয়ীদের প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।