বসুন্ধরা গ্রুপে চাকরি

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দুই পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ফিন্যান্স এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য সিএ (সিসি)/ এমবিএ (অ্যাকাউন্টিং/ ফিন্যান্স মেজর) ডিগ্রিসহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সিনিয়র ফিন্যান্স এক্সিকিউটিভ/ ডেপুটি ম্যানেজার- ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদে সিএ (পার্টলি) কোয়ালিফাইড এবং চার বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। উভয় পদের প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর।



আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ রেজুমে পাঠাতে হবে 'এইচআর অ্যান্ড অ্যাডমিন, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-১, প্লট-৩, ব্লক- জি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা- ১২২৯' ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৩০ জুন।

বিজ্ঞপ্তি