দেশ পরিচিতি : সৌদি আরব

আরব উপদ্বীপের সুবিশাল অংশজুড়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের অবস্থান। ভূখণ্ডের দিক থেকে এশিয়ার পঞ্চম বৃহৎ রাষ্ট্র সৌদি আরব। আরব বিশ্বে আলজেরিয়ার পরই তাদের স্থান। এর উত্তরে জর্দান ও ইরাক, উত্তর-পূর্বে কুয়েত, কাতার ও বাহরাইন, পূর্বে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন। এটিই একমাত্র দেশ যেখানে লোহিত সাগর ও পারস্য সাগরের উপকূল রয়েছে। যদিও দেশটির বেশির ভাগ ভূখণ্ডই মরুভূমি ও পার্বত্যময়। চার অঞ্চলে বিভক্ত সৌদি আরব—হেজাজ, নেজদ, আল-আহসা ও আসির। ১৯৩২ সালে ইবনে সাউদ সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। চারটি অঞ্চলকে একত্র করেন তিনি। এর পর থেকেই সৌদি আরবে রাজতন্ত্র চলছে। সৌদি আরব দুই পবিত্র মসজিদের ভূমি হিসেবেও পরিচিত। এগুলো হচ্ছে আল মাসজিদুল আল হারাম (মক্কায়) এবং মাসজিদে নববী (মদিনায়)।




তেল-গ্যাসের বিশাল মজুদ রয়েছে সৌদি আরবে। দেশটির তেলের মজুদের পরিমাণ ২৬০ বিলিয়ন ব্যারেল। যা বিশ্বের মোট মজুদের এক-পঞ্চমাংশ। দেশটির সমৃদ্ধির প্রধান কারণ এটিই। 

এক নজরে
পুরো নাম : কিংডম অব সৌদি এরাবিয়া।
রাজধানী ও সবচেয়ে বড় শহর : রিয়াদ।
দাপ্তরিক ভাষা : আরবি।
জাতিগোষ্ঠী : ৯০ শতাংশ আরব ও ১০ শতাংশ আফ্রো আরব।
ধর্ম : ইসলাম।
সরকার পদ্ধতি : ইউনিটারি ইসলামিক অ্যাবস্যুলেট মনার্কি।
রাজা : বাদশাহ সালমান।




যুবরাজ : মোহাম্মদ বিন সালমান।
আয়তন : ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা : তিন কোটি ৩০ লাখ, ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১৫ জন।
জিডিপি : মোট ১.৮০৩ ট্রিলিয়ন ডলার, মাথাপিছু ৫৫ হাজার ২২৯ ডলার।
মুদ্রা : সৌদি রিয়াল।
জাতিসংঘে যোগদান : ২৪ অক্টোবর ১৯৪৫।