২০১৫ সালের নোবেল বিজয়ীরা

অর্থনীতিতে

অ্যাংগাস ডিটন
ব্রিটিশ-আমেরিকান অর্থনীতিবিদ অ্যাংগাস ডিটন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এবার অর্থনীতিতে নোবেল বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। ভোগ, দারিদ্র্য এবং কল্যাণ বিষয়ে বিশেষ গবেষণার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।


চিকিৎসাবিদ্যায়

উইলিয়াম সি ক্যাম্পবেল
তিনি মার্কিন জীববিজ্ঞানী এবং পরজীবী বিশেষজ্ঞ। গোলকৃমি নামের পরজীবীর কারণে যে সংক্রমণ হয়, তার চিকিৎসার গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেছেন তিনি। বর্তমানে ড্রু ইউনিভার্সিটির ইমেরিটাস রিসার্চ ফেলো।

মেডিসিনে

১. সাতোশি ওমুরা
তিনি জাপানের কিতাসাতো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস। অ্যান্টি-প্যারাসাইট কম্পাউন্ড অ্যাভারমেক্টিন যে স্ট্রেপ্টোমাইসেস স্ট্রেইন থেকে তৈরি হয়, তা আলাদা করতে সাহায্য করেছিলেন তিনি।

২. তু ইউইউ
তিনি চীনের চিকিৎসাবিজ্ঞানী ও ভেষজ রসায়নবিজ্ঞানী। চীনের প্রথাগত ভেষজবিদ্যা থেকে আর্টেমিসিনিন ও ডিহাইড্রোআর্টেমিসিনিন তৈরি করে লাখ লাখ মানুষকে ম্যালেরিয়ায় প্রাণ হারানো থেকে বাঁচান তিনি।




পদার্থবিদ্যায়

১. আর্থার বি ম্যাকডোনাল্ড
কানাডার অ্যাস্ট্রোফিজিসিস্ট, সাডবেরি নিউট্রিনো অবজারভেটরি ইনস্টিটিউটের পরিচালক তিনি। নিউট্রিনো নামের সাব-অ্যাটমিক পার্টিকল বা কণিকাগুলো যে তাদের প্রকৃতি বদলাতে পারে এবং নিউট্রিনোদের যে 'মাস' বা ওজন আছে, এ-সংক্রান্ত আবিষ্কারের জন্য এবার নোবেল পেলেন ম্যাকডোনাল্ড।

২. তাকাকি কাজিতা
১৯৮৮ সাল থেকে টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রেডিয়েশন রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। নিউট্রিনো-সংক্রান্ত আবিষ্কারের জন্য নোবেল পেলেন তাকাকি কাজিতা।

রসায়নে

১. টোমাস লিন্ডাল
ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের ইমেরিটাস পরিচালক। তিনি দেখিয়েছেন, ডিএনএ আসলে একটি অতি ভঙ্গুর মলিকিউল এবং যে হারে ডিএনএর অবক্ষয় ঘটে, তাতে পৃথিবীতে জীবনের বিকাশ ঘটা সম্ভব ছিল না। তাই তিনি 'বেস এক্সিজন রিপেয়ার' নামের একটি মলিকিউলার খুঁজে পেয়েছেন, যা অবিরাম ডিএনএ-কে মেরামত করে চলে।

২. পল মড্রিচ
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যের ডিউক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনে বায়োকেমিস্ট্রির অধ্যাপক। বিভাজনের সময় দেহের কোষ কিভাবে ডিএনএর ভুলভ্রান্তি ঠিক করে নেয়, তা-ই গবেষণা করে দেখিয়েছেন পল মড্রিচ।

৩. আজিজ সানজার
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ও বায়োফিজিক্সের অধ্যাপক। সানজার 'নিউক্লিওটাইড এক্সিজন রিপেয়ার' পদ্ধতি বর্ণনা করেন, যে পদ্ধতির মাধ্যমে কোষ তার ডিএনএ-তে অতিবেগুনি রশ্মিজনিত ক্ষতি সারিয়ে নিতে পারে।


সাহিত্যে

সভেতলানা এলেক্সিয়েভিচ
বেলারুশের ৬৭ বছর বয়সী এই লেখিকা এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন। টেপ রেকর্ড করা হাজার হাজার সাক্ষাৎকারকে সাহিত্যে পরিণত করে নতুন ধরনের রচনা সৃষ্টি করেছেন। বেলারুশে তাঁর বই বহু দিন নিষিদ্ধ ছিল। তাঁর সর্বশেষ মন্তব্য, তিনি রাশিয়াকে ভালোবাসেন; কিন্তু 'স্ট্যালিন এবং পুতিন'-এর রাশিয়াকে নয়।





শান্তিতে

তিউনিসিয়ার ন্যাশনাল ডায়ালগ কোয়াট্র্রেট
এবারের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হলো তিউনিসিয়ার গণতন্ত্রপন্থী সংগঠন ন্যাশনাল ডায়ালগ কোয়াট্র্রেট, যারা ২০১১ সালের জ্যাসমিন রেভ্ল্যুশনের পর তিউনিসিয়ায় বহুদলীয় গণতন্ত্র স্থাপনে বিশেষ অবদান রেখেছে। ফলে তথাকথিত আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়।