৭০৪জন অফিসার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ১৭ মে থেকে
৭জুন পর্যন্ত আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক
বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
যেকোনো ১টি পরীক্ষায় থাকতে হবে প্রথম
বিভাগ কিংবা সমমানের গ্রেড পয়েন্ট। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের গ্রেড পয়েন্ট থাকা চলবে
না। এসএসসি ও এইচএসসির ফলের ক্ষেত্রে জিপিএ ৩.০০
বা তার বেশি
প্রথম বিভাগ, জিপিএ ২.০০
থেকে দ্বিতীয় বিভাগ এবং তদূর্ধ্ব জিপিএ ১.০০
থেকে বেশি এবং
২.০০ থেকে
কম থাকলে ধরা হবে
তৃতীয় বিভাগ। বিশ্ববিদ্যালয়ের সিজিপিএর ক্ষেত্রে ৪-এর
মধ্যে ৩.০০
বা তার বেশি
প্রথম বিভাগ, ২.২৫-এর বেশি
কিন্তু ৩.০০
এর কম দ্বিতীয় বিভাগ এবং ১.৬৫-এর
বেশি কিন্তু ২.২৫
এর কম তৃতীয়
শ্রেণি ধরা হবে।
‘ও’ লেভেল ও ‘এ’
লেভেলের বেলায় লাগবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং বিদেশি
বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইস্যু করা সমমান
সার্টিফিকেট। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদনের নিয়ম অনলাইনে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটের
(https://erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
কোনো ফি লাগবে
না। আবেদনের আগে একটি
ডিজিটাল ছবি অথবা
স্ক্যান করা ছবি
রাখুন। পাশাপাশি স্ক্যান করে রাখুন
আপনার একটি সই।
সব ধরনের তথ্য দেওয়ার
পর সংযুক্ত করতে হবে
ছবি ও স্বাক্ষর। ৮০ কিলোবাইটের বেশি ছবি
আপলোড করা যাবে
না, রেজুলেশন হতে হবে
৬০০–৬০০। স্বাক্ষরের বেলায় রেজুলেশন হতে হবে
৩০০–৮০, সর্বোচ্চ সাইজ হবে ৬০
কিলোবাইট। তথ্য পূরণ
করার পর দিতে
হবে পাসওয়ার্ড। কোনো কোটার
আওতাভুক্ত হলে ফরমে
দেওয়া অপশনে ক্লিক করতে হবে।
সফলভাবে আবেদন ফরম পূরণ
হলে দেওয়া হবে একটি
ট্র্যাকিং নম্বরযুক্ত ফরম। ফরমটি
সংরক্ষণ করতে হবে।
লিখিত পরীক্ষার সময় এটির
দরকার হবে।
বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-